সাজেক এমন একটি যায়গা যেখানে ভাগ্য ভাল হলে ২৪ ঘণ্টায় আপনি প্রকৃতির তিনটা রূপ দেখতে পারবেন ।কখনো খুবি গরম একটু পরেই হটাৎ বৃষ্টি এবং তার কিছু পরেই হয়ত চারদিকে ঢেকে যাবে কুয়াশার চাদরে । রাতে এই দুর্গম পাহাড়ের চুড়ায় যখন সোলারের কল্যাণে বাতি জ্বলে উঠে তখন সৃষ্টি হয় অসাধারণ এক পরিস্থিতি । অনেক বাচ্চারা রোড লাইটের নিচে বই নিয়ে বসে পড়ে অথবা ঐ টুকু আলোর ভিতরেই খেলায় মেতে উঠে ।সাজেকে ৩টা হ্যালি প্যাড আছে ৩টার সুন্দরজ তিন রকম । এছাড়া রুইলুই পারা হতে হেটে আপনি কংলক পারা পর্যন্ত যেতে পারেন এই পারাটিও অনেক সুন্দর এবং অনেক উচুতে অবস্থিত ।যারা ট্র্যাকিং পছন্দ করেন তারা কমলক ঝর্না ঘুরে আসতে পারেন রুইলুই পাড়া থেকে গাইড নিয়ে ৩ ঘণ্টার মত লাগতে পারে। কমলার সিজনে কমলা খেতে ভুলবেন না । সাজেকের কমলা বাংলাদেশের সেরা কমলা ।আর কলাও রয়েছে প্রচুর ।
বাংলাদেশ আর্মিদেরদারা রুইলুই পারার অধিবাসীদের জন্য একটা ছোট তাত শিল্প গরে তোলা হয়েছে । চালু থাকলে সুন্দর সুন্দর গামছা ,লুঙ্গী পাওয়া এখানে ।
যেই প্লেস গুলাতে অবশ্যই যাবেনঃ
১/হ্যালিপ্যাড ৩টির সবগুলো । ১ নং হ্যালিপ্যাড থেকে সূর্য উদয় দেখতে ভুলবেন না ।
২/রক পার্ক
৩/ মন্দির
৪/কংলাক পাড়া ( স্কুল পর্যন্ত) ।
৫/রুই লুই পাড়ায় যে স্থানটিতে সবাই গোসল করে ।।
৬/ সিকাম তইসা ঝর্ণা ।।
৭/রুন্ময় এবং রক অফ সাজেক ।
৮/ রুইলুই পাড়া তে একটা এডভেঞ্চার ট্রেইল আছে আর্মিদের বানানো ঘুরে দেখতে পারেন ।
দীঘিনালা থেকে আসতে হাজাছরা ঝর্ণা দেখতে ভুলবেন না ।।
অবস্থান- সাজেক, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
যাতায়াতঃ সাজেক রাঙ্গামাটিতে পরলেও খাগড়াছড়ি হয়ে যাতায়াত সুবিধা ।
যারা খাগ্রাছরি হয়ে আসবেনঃ
ঢাকা-টু খাগ্রাছরি আসবার জন্য সৌদিয়া, ইকনো, শ্যামলি,শান্তি পরিবহন,এস-আলম,সেন্টমারটিনপরিবহনের বাস রয়েছে । ঢাকার ফকিরাপুলে মোটামুটি এ সব বাসের কাঊন্টার পাবেন।
খাগ্রাছরি এসে এখন থেকে সরাসরি চাঁদের গাড়ি নিয়ে সাজেক যেতে পারেন । খাগড়াছড়ি থেকে ৭০০০ টাকায় শুধু সাজেক আশা যাওয়া আর যদি সাজেক+খাগ্রাছরির কিছু অংশ ঘুরে দেখতে চান তাহলে থেকে ৮৫০০ এর মধ্যে আপনি চাদের গাড়ি পেয়ে যাবেন। এছাড়া খাগ্রাছরি থেকে দিঘিনালা পরজন্ত বাস/চাদের গারি/ সিএঞ্জি রয়েছে । বাসে অ চাদের গারিতে ভারা ৪৫/- জনপ্রতি ।দিঘিনালা থেকে জন ভেদে চাদের গারি অথবা মটর বাইক নিতে পারেন । একদিনের জন্য চাদের গারি ভারা পরবে ৫০০০/- টাকা ২দিনের জন্য ৬৫০০/- ( কথা বলে নিতে হবে )১৪ জন জেতে পারবেন একটি গাড়িতে ।।এছারা মটর বাইক রয়েছে আপডাউন ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে আর সি এন জি ২৫০০/- টাকার মধ্যে পেয়ে জাবেন এবং চাদেঁর গাড়ি ভাড়া জনপ্রতি ৩২০/-টাকা। মটরবাইক একটু রিস্কি ২/৩ বার নামতে হয় ।
অথবা শান্তিপরিবহণের বাসে সরাসরি বাঘিহাট ( বাঘাইছরির হাট) নেমে যাবেন । এইখান থেকে কম মূল্যে চাঁদের গাড়ি ভারা পাবেন সাজেক এর জন্য।
ঢাকা থেকে খাগ্রাছরি বাস ভারা ৫২০/- । ঢাকা থেকে দীঘিনালা/বাঘিহাট শান্তি পরিবহনের ভারা ৫৮০/-
ইকনো এই লাইনে ভাল সার্ভিস দিচ্ছে ।।
যারা রাঙ্গামাটি হয়ে আসবেনঃ
রাঙ্গামাটি থেকে নৌপথে লঞ্চযোগে অথবা সড়কপথে বাঘাইছড়ি যাওয়া যায়। রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭.৩০ থেকে ১০.৩০ ঘটিকার মধ্যে লঞ্চ ছাড়ে। ভাড়া জনপ্রতি ১৫০-২৫০ টাকা। সময় লাগে ৫-৬ ঘন্টা। বাস টার্মিনাল থেকে সকাল ৭.৩০ থেকে ৮.৩০ ঘটিকার মধ্যে বাস ছাড়ে, ভাড়া জনপ্রতি ২০০ টাকা। সময় লাগে ৬-৭ ঘন্টা। এছাড়াও চট্টগ্রাম থেকে সরাসরি বাঘাইছড়ি যাওয়া সম্ভব।
নোটঃ বাঘিহাট বাঁজার থেকে প্রতিদিন সকাল ১০ টা এবং দুপুর ২.৩০ এ আবাংলাদেশ আর্মির স্কোয়াট সাজেক নিয়ে যায় । এবং সাজেক থেকে প্রতিদিন সকাল ১০.৩০ এ ফিরে আসে । কাজেই এইটা টাইমের সাথে মিলিয়ে আপনার প্লান করবেন ।
যেখানে থাকবেনঃ
মেঘ মাচাং, নিরিবিলি, জলবুক, ইমানুয়েল
বাংলাদেশ আর্মিদেরদারা রুইলুই পারার অধিবাসীদের জন্য একটা ছোট তাত শিল্প গরে তোলা হয়েছে । চালু থাকলে সুন্দর সুন্দর গামছা ,লুঙ্গী পাওয়া এখানে ।
যেই প্লেস গুলাতে অবশ্যই যাবেনঃ
১/হ্যালিপ্যাড ৩টির সবগুলো । ১ নং হ্যালিপ্যাড থেকে সূর্য উদয় দেখতে ভুলবেন না ।
২/রক পার্ক
৩/ মন্দির
৪/কংলাক পাড়া ( স্কুল পর্যন্ত) ।
৫/রুই লুই পাড়ায় যে স্থানটিতে সবাই গোসল করে ।।
৬/ সিকাম তইসা ঝর্ণা ।।
৭/রুন্ময় এবং রক অফ সাজেক ।
৮/ রুইলুই পাড়া তে একটা এডভেঞ্চার ট্রেইল আছে আর্মিদের বানানো ঘুরে দেখতে পারেন ।
দীঘিনালা থেকে আসতে হাজাছরা ঝর্ণা দেখতে ভুলবেন না ।।
অবস্থান- সাজেক, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
যাতায়াতঃ সাজেক রাঙ্গামাটিতে পরলেও খাগড়াছড়ি হয়ে যাতায়াত সুবিধা ।
যারা খাগ্রাছরি হয়ে আসবেনঃ
ঢাকা-টু খাগ্রাছরি আসবার জন্য সৌদিয়া, ইকনো, শ্যামলি,শান্তি পরিবহন,এস-আলম,সেন্টমারটিনপরিবহনের বাস রয়েছে । ঢাকার ফকিরাপুলে মোটামুটি এ সব বাসের কাঊন্টার পাবেন।
খাগ্রাছরি এসে এখন থেকে সরাসরি চাঁদের গাড়ি নিয়ে সাজেক যেতে পারেন । খাগড়াছড়ি থেকে ৭০০০ টাকায় শুধু সাজেক আশা যাওয়া আর যদি সাজেক+খাগ্রাছরির কিছু অংশ ঘুরে দেখতে চান তাহলে থেকে ৮৫০০ এর মধ্যে আপনি চাদের গাড়ি পেয়ে যাবেন। এছাড়া খাগ্রাছরি থেকে দিঘিনালা পরজন্ত বাস/চাদের গারি/ সিএঞ্জি রয়েছে । বাসে অ চাদের গারিতে ভারা ৪৫/- জনপ্রতি ।দিঘিনালা থেকে জন ভেদে চাদের গারি অথবা মটর বাইক নিতে পারেন । একদিনের জন্য চাদের গারি ভারা পরবে ৫০০০/- টাকা ২দিনের জন্য ৬৫০০/- ( কথা বলে নিতে হবে )১৪ জন জেতে পারবেন একটি গাড়িতে ।।এছারা মটর বাইক রয়েছে আপডাউন ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে আর সি এন জি ২৫০০/- টাকার মধ্যে পেয়ে জাবেন এবং চাদেঁর গাড়ি ভাড়া জনপ্রতি ৩২০/-টাকা। মটরবাইক একটু রিস্কি ২/৩ বার নামতে হয় ।
অথবা শান্তিপরিবহণের বাসে সরাসরি বাঘিহাট ( বাঘাইছরির হাট) নেমে যাবেন । এইখান থেকে কম মূল্যে চাঁদের গাড়ি ভারা পাবেন সাজেক এর জন্য।
ঢাকা থেকে খাগ্রাছরি বাস ভারা ৫২০/- । ঢাকা থেকে দীঘিনালা/বাঘিহাট শান্তি পরিবহনের ভারা ৫৮০/-
ইকনো এই লাইনে ভাল সার্ভিস দিচ্ছে ।।
যারা রাঙ্গামাটি হয়ে আসবেনঃ
রাঙ্গামাটি থেকে নৌপথে লঞ্চযোগে অথবা সড়কপথে বাঘাইছড়ি যাওয়া যায়। রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭.৩০ থেকে ১০.৩০ ঘটিকার মধ্যে লঞ্চ ছাড়ে। ভাড়া জনপ্রতি ১৫০-২৫০ টাকা। সময় লাগে ৫-৬ ঘন্টা। বাস টার্মিনাল থেকে সকাল ৭.৩০ থেকে ৮.৩০ ঘটিকার মধ্যে বাস ছাড়ে, ভাড়া জনপ্রতি ২০০ টাকা। সময় লাগে ৬-৭ ঘন্টা। এছাড়াও চট্টগ্রাম থেকে সরাসরি বাঘাইছড়ি যাওয়া সম্ভব।
নোটঃ বাঘিহাট বাঁজার থেকে প্রতিদিন সকাল ১০ টা এবং দুপুর ২.৩০ এ আবাংলাদেশ আর্মির স্কোয়াট সাজেক নিয়ে যায় । এবং সাজেক থেকে প্রতিদিন সকাল ১০.৩০ এ ফিরে আসে । কাজেই এইটা টাইমের সাথে মিলিয়ে আপনার প্লান করবেন ।
যেখানে থাকবেনঃ
মেঘ মাচাং, নিরিবিলি, জলবুক, ইমানুয়েল